গাইবান্ধা প্রতিনিধি
সংগঠন বিরোধী কার্যকলাপের সহিত জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তার প্রাথমিক সদস্যপদ বাতিলে স্থায়ীভাবে দলীয় সিদ্ধান্তের বিষয়ে তাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সদর থানা বিএনপির আহবায়ক মো. নুরুল আজাদ মন্ডল ও সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন গত ২০ মে দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
এব্যাপারে সদর থানা বিএনপির সদস্য সচিব মো. ইলিয়াস হোসেন জানান, সংগঠন বিরোধী কার্যকলাপের সহিত জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমনকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতির বিষয়ে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক ও বাদিয়াখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রহমান সুমনকে অবগত করা হয়েছে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024