
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের ছাদ ঢালাই এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন সোমবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী সরকার, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম প্রধান, অভিভাবক সদস্য বিএনপি নেতা শাহজাহান আলী, ফ্যাসিলিটিজ বিভাগের ইন্জিনিয়ার রাশেদ, ঠিকাদার আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক মিজানুর রহমান, নাজমুল আলম, ডালিম কুমার, রুহুল আমিন, তপন কুমার, অফিস সহকারী লিচু সহ নেতৃবৃন্দ।।


















