মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
শুক্রবার বিকেলে ইন্সিটিটিউট প্রাংগনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মাও: সিরাজুস সালেহীন।
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ (দিনাজপুর)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের দিনাজপুর শহর ও সদর শাখা।
সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন এবং পরে এক সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি প্রদান এবং জনগণের ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।
অনুষ্ঠান টি পরিচালনা করেন কামরুজ্জামান রাসেল।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে
বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, ,সদর ৩ আসনের এমপি প্রার্থী এড, মাইনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মজিবর রহমান, জামায়াত নেতা,মাসুদ রানা, ও মেহেরাব আলী প্রমুখ।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই দাবিগুলো বাস্তবায়ন অপরিহার্য। তারা হুঁশিয়ারি দেন যে, তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024