গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষা এবং ভূমিদস্যুদের কবলমুক্ত করার দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ হয়েছে। গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদাবাজারে এই বিক্ষোভ সমাবেশ হয়।
কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে তীর ধনুক নিয়ে মিছিলসহ সমাবেশে অংশ নেন সাঁওতাল নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা।
বক্তারা বলেন, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদের খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।
ভূমিদস্যু আতাউর রহমান সাবু ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহŸায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, দিনাজপুর বাসদ এর সমন্বয়ক কিবরিয়া হোসেন, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাইকেল হেবরম, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি, ব্রিটিশ সরেন প্রমুখ।
উল্লেখ্য, আদিবাসীদের শহীদ স্মরণে স্কুল ও খেলার মাঠের দখলের সাথে জড়িত ভূমিদস্যু ও তাদের নেপথ্য মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করে জায়গা দখলমুক্ত করতে এর আগে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাঁওতালরা।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024