
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালায় নতুন পদ সংযোজন এবং আগামী অক্টোবর মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জবি ছাত্রদলের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের হাতে স্মারকলিপি হস্তান্তর করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, করোনা-পরবর্তী অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। তাই শিক্ষার্থীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অক্টোবর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি প্রদান জরুরি।
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা নানামুখী সমস্যায় পড়ছে। তাই আমরা দাবি জানাচ্ছি, অক্টোবরের মধ্যেই সকল শিক্ষার্থীর সম্পূরক বৃত্তি নিশ্চিত করা হোক। একইসঙ্গে জকসু নীতিমালায় প্রয়োজনীয় পদ যুক্ত করা জরুরি।”
ছাত্রদলের প্রস্তাবিত নতুন সম্পাদকীয় পদগুলো হলো—
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক।
এছাড়া, কোষাধ্যক্ষ পদের বিপরীতে ইতোমধ্যেই অর্থ সম্পাদক পদ থাকায় কোষাধ্যক্ষ পদটি বাতিলের প্রস্তাব জানানো হয়।
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন, ছাত্রদল সবসময় তা করে যাচ্ছে। সম্পূরক বৃত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি থেকে সরে দাঁড়াব না।”
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি প্রমুখ।
জবি ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে জানায়, উত্থাপিত দাবি নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024