
নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে নূরে আলম বেপারী(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে স্থানীয় জনতা আটক করে,পুলিশের কাছে সোপর্দ করেন।এসময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(২ অক্টোবর) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের বাচ্চু বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান,নূরে আলম বেপারী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে যুবসমাজ ধ্বংস করছে।বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মাইজপাড়া এলাকা থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে,পুলিশকে খবর দেই।পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, নূরে আলম বেপারী নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।