
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালী বিভাগ আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লার বিশ্বরোড এলাকায় নোয়াখালীগামী একাধিক বাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় সাধারণ যাত্রী ও আন্দোলনকারীদের মারধর ও হেনস্থার শিকার হতে হয়।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে প্রায় দুই শতাধিক যুবক এ হামলা চালায় বলে জানা গেছে। হামলাকারীরা আন্দোলনকারীদের ব্যানার ও গেঞ্জি ছিঁড়ে ফেলে এবং কয়েকটি গাড়ি অন্তত এক ঘণ্টা ধরে আটকে রাখে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লার স্থানীয়দের হামলায় মোস্তাফিজুর রহমান নামক ছাত্রসহ বেশ কয়েকজন আহত হন। নারী ও পুরুষ যাত্রীদেরও হেনস্থা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আটককৃতদের উদ্ধার করে।
এ বিষয়ে আহত যুবক মোস্তাফিজুর রহমান বলেন, প্রায় ২শ যুবক আমাদের গাড়ী আটকিয়ে ২০০ জন আমাদের গাড়ি আটকে ব্যানার, গেঞ্জি ছিঁড়ে ফেলে। সবাইকে অকথ্য ভাষায় গালমন্দ করে। পাশাপাশি আমাদের উপর হামলা চালায়।
এই ঘটনার প্রতিবাদে নোয়াখালীর চৌমুহনী ও সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয়রা। হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা সমিতিসহ বিভিন্ন সংগঠন।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজির আহমেদ খান বলেন, নোয়াখালীগামী একটি বাসকে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় স্থানীয়রা আটকে রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আটকৃতদের উদ্ধার করে।
উল্লেখ্য, নোয়াখালী বিভাগের দাবীতে (১১ সেপ্টেম্বর) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে প্রদান করা হয়।

















