
গাইবান্ধা প্রতিনিধি
আরএইচস্টেপ, রাইট হেয়ার রাইট নাউ প্রকল্প-২ এর সমাপনী অনুষ্ঠান গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার তিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মোছাঃ মাহবুবা খাতুন ও বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনের এসিস্ট্যান্ট ম্যানেজার নাভিরা আজমী ও আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালার ইয়ুথ অ্যাডভোকেট মোঃ জিহানুল হক জোহা। আরএইচস্টেপ উপ-পরিচালক (প্রোগ্রাম) ডাঃ এলভিনা মুস্তারীর সভাপপিত্বে ইয়ুথ অ্যাডভোকেট রঞ্জন দেবনাথ ও আবুবক্কর সিদ্দিক তরুণদের অ্যাডভোকেসি সফলতার অনুপ্রেরণামূলক গল্প উপস্থাপন করেন।
এছাড়া রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের সঙ্গে ইয়ুথদের যাত্রা ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে আলোচনা করেন আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালার ইয়ুথ অ্যাডভোকেট তুবা রহমান। গাইবান্ধা জেলায় রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের উল্লেখযোগ্য কার্যক্রম উপস্থাপন করেন আরএইচস্টেপ এর এসিস্ট্যান্ট ম্যানেজার (পিএমইএল) তৌসিন আহমেদ সোহেল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান খান, জেলা সহকারী শিক্ষা অফিসার খান মোহাম্মদ সাইফুল ইসলাম ও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
ডাঃ এলভিনা মুস্তারী বলেন, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা ও ক্ষমতায়ন বাড়াতে আরএইচস্টেপ এর ভ‚মিকা উল্লেখ করেন এবং তরুণদের অংশগ্রহণ, নেতৃত্ব ও এসআরএইচআর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পটির ইতিবাচক প্রভাবের প্রশংসা করেন। এছাড়াও তিনি প্রকল্পের অর্জন, তরুণদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শেষে আরএইচস্টেপ আলোর ধারা পাঠশালা গাইবান্ধা কেন্দ্রের ইয়ুথদের পরিবেশনায় নৃত্য, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024