
মাদারীপুর প্রতিনিধি
পিআর পদ্ধতিতে নির্বাচন,জুলাই সনদের ভিত্তি প্রদান,গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন আমাদের পাঁচ দফা দাবি এটা আমাদের যৌক্তিক দাবি এটা সরকার প্রধানের উচিত দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া। আমরা সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস কে বলতে চাই আমাদের দাবি মেনে নিতে আর তালবাহানা কইরেন'না। আমাদের দাবি দ্রুত মেনে নিন। আমরা মনে করি এ দাবি আমাদের একার নয় এ দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি আল-আমিন বি এম ওহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক,জেলা সহ-সভাপতি ডাঃ আতাউর রহমান খান,জেলা যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি তালুকদার দেলোয়ার হোসেন,শ্রমিক আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম, ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোঃ বশিরউদ্দিন প্রমুখ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024