
মুনতাসিম সরকার সৌরভ, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সংবাদমাধ্যমে জেন্ডার সমতা ও ন্যায্যতা নিয়ে একটি দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং এমআরডিআই (MRDI)-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
সেমিনারের উদ্বোধন করেন বিভাগের সহকারী অধ্যাপক সহিবুর রহমান। অনুষ্ঠানে ‘কেন এই উদ্যোগ’ বিষয়ে বক্তব্য দেন এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন, “সংবাদমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা সমাজে সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, সবার অংশগ্রহন বৃদ্ধি করতে ৬ টি অনুষদে ৬টি জার্নাল তৈরি করা হবে খুব শিঘ্রই, জেন্ডার সমতা কেবল সামাজিক নয়, এটি একটি মানবাধিকার বিষয় সাংবাদিকদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ-এর সদস্য শীপা হাফিজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন।অধ্যাপক ড. গীতি আরা নাসরীন বলেন নারীের কে কিভাবে দমন রাখার চেষ্টা করা হয় আরও বলেন সন্তান পালনে কেন শুধু মা দায়িত্ব নিবে এই বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। তারা সংবাদ কাভারেজে নারীর উপস্থাপন ও জেন্ডার সংবেদনশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে সংবেদনশীল ও দায়িত্বশীল সাংবাদিক হতে উৎসাহিত করবে এবং এই রকম সচেতনতামুলক ও সময়োপযোগী সেমিনার আরও করার চেষ্টা করা হবে। আরও বলেন প্রতিবার ৪র্থ বর্ষের ৫ জন করে শিক্ষার্থী কে MRDI এর অধিনে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জেন্ডার-বিষয়ক সনদ বিতরণ করা হয় এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনার শেষ হয়।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024