
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘ডিপ্রেশন ও আত্মহত্যা প্রতিরোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ সেমিনারের আয়োজন করে জবি ছাত্রদল।
সেমিনারের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। সমাপনী বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের (কেন্দ্রীয় কমিটি) যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ন্যাশনাল এমপাওয়ারমেন্ট ক্লিনিকের (নেক) প্যানেল সাইকোলজিস্ট মো. বদিরুজ্জামান সুমন।
মাহমুদা হাবিবা বলেন, “আমাদের দেশে সাধারণ চিকিৎসাসেবা পাওয়া যেখানে কঠিন, সেখানে মানসিক চিকিৎসা আরও ব্যয়বহুল ও অপ্রাপ্ত। তাই আমাদের নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। কাছের মানুষদের সঙ্গে মন খুলে কথা বলা, মানসিক কষ্ট শেয়ার করা—এসবের মাধ্যমেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা সম্ভব। একই সঙ্গে আমাদের আশেপাশের মানুষের খোঁজখবর রাখতে হবে যেন কেউ হতাশা থেকে ভয়াবহ পদক্ষেপ না নেয়।”
আবু বকর খান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকে নানান সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ চরম সিদ্ধান্তও নিয়ে ফেলে। সেই প্রবণতা ঠেকাতে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মাহবুব নাহিদ, এবং গবেষক ও নেক চেয়ারম্যান মাহাদী-উল-মোর্শেদ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024