
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করন প্রত্যাশী জোটের চলমান ৩ দফার আন্দোলন কে বেগবান করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক কর্মচারীদের সাথে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার দুপুরে কাঠালবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও লোনতলা হাইস্কুলের সহকারী শিক্ষক আবদুস সালামের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সরকার।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাপড়ীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ খালেদুর রহমান, কোচাশহর কলেজের অধ্যক্ষ তারাজুল ইসলাম, নাসিরাবাদ আলীম মাদ্রাসার সুপার আব্দুল বারী, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কাজী রায়হান কবীর লিপন, শহরগছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী মিঠু, সরদার হাট হাইস্কুলের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজু, কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম মুরাদ, ছয়ঘড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক হামিদুর রহমান, বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রাজু, মাহমুদ বাগ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন ও বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষক দের ন্যায্য অধিকার আদায়ে কোন পিছপা হবে না শিক্ষক সমাজ।
ঢাকায় আন্দোলন রত শিক্ষক কর্মচারী দের সাথে একসাথে শহীদ মিনারে অবস্থান করতে গোবিন্দগঞ্জ থেকে পর্যায়ক্রমে শিক্ষক কর্মচারী যোগ দিবে বলেও জানান।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024