
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬৯ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছেন তুরস্ক প্রবাসী শিহাব আহমেদের ফাউন্ডেশন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ শিক্ষাবৃত্তি ও সংবর্দ্ধনা প্রদান করে শিহাব আহমেদ ফাউন্ডেশন।
জানা গেছে, তিস্তা ধরলা আর সানিয়াজান নদী বেষ্টিত জেলা লালমনিরহাটের অধিকাংশ পরিবার দারিদ্রসীমার নিচে বসবাস করে। এসব পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পুরনে পাশে দাঁড়ায় শিহাব আহমেদ ফাউন্ডেশন। গত বছর হাতীবান্ধা পাটগ্রাম দুই উপজেলার ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে শিক্ষাবৃত্তি চালু করে শিহাব আহমেদ ফাউন্ডেশন। শুক্রবার এ যাত্রায় আরও যুক্ত হয়েছে অনার্স পড়ুয়া আরও ৬৯জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থী প্রতি মাসে শিক্ষা উপকরনসহ দুই হাজার টাকা পাবেন।

শিহাব আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান লালমনিরহাট ১ আসনের স্বতন্ত্র প্রার্থী তুরস্ক প্রবাসী শিহাব আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও সংবর্দ্ধনা প্রদান করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিহাব আহমেদ বলেন, আমার স্বপ্ন-আমার দুই উপজেলার অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। আমি অনেক কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে এসেছি। তাই সেই অভিজ্ঞতা থেকেই এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গত বছর থেকে ‘শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি’ কার্যক্রম চালু করা হয়েছে, যা এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে এই বৃত্তি পেয়ে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। ভবিষ্যতেও এই শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে, যাতে মেধাবী শিক্ষার্থীরা তাদের স্বপ্ন পূরণের সুযোগ পায়।
শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থী সবুজ হোসেন (সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী) বলেন, “শিহাব আহমেদ স্যার আমাদের শুধু সহযোগিতাই করেননি, তিনি আমাদের পড়াশোনার প্রতি আত্মবিশ্বাসী হতে শিখিয়েছেন।
আরেক শিক্ষার্থী মাহবুবা আক্তার বলেন, “শিহাব আহমেদ শুধু অর্থ দেননি, তিনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন। একদিন আমিও চাই সমাজের জন্য কিছু করতে।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024