সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস ও ঐতিহ্য
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. জাতীয়
  7. তথ্য ও প্রযুক্তি
  8. নির্বাচনী সংবাদ
  9. ফিচার
  10. বিনোদন
  11. মুক্ত মন্তব্য
  12. রাজনীতি
  13. সম্পাদকীয়
  14. সাক্ষাৎকার
  15. সারাদেশ

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার ঘাতক স্বামী 

প্রতিবেদক
FIRST BANGLA NEWS
অক্টোবর ২৭, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

গাইবান্ধা ::

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগম (২৮) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শামীম মিয়া (৩১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৬ অক্টোবর রবিবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া (মাস্তা) গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।

এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম গণমাধ্যমে বলেন, আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে দুপুরে এ ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। এ সময় তিনি নিহত আজেদার স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেয়াসহ দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস দেন।

উল্লেখ, গত ২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আজেদা বেগম গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। সংসারে তিনি দুই সন্তান ৮ বছর বয়সী আতিক ও ১৬ বছর বয়সী সোনিয়াকে নিয়ে জীবন চালাতেন। অন্যের বাসায় কাজ করে সংসার চালাতেন তিনি। স্বজনদের অভিযোগ, শামীম নেশাজাতীয় দ্রব্যে আসক্ত ছিলেন এবং মোবাইল ফোনে জুয়ার সঙ্গেও যুক্ত ছিলেন। এসব নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিনও ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে আজেদার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ছেলেকে হত্যার হুমকি দিয়ে তিনি পালিয়ে যান।

সর্বশেষ - আইন আদালত

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ীতে ৪ তলা ভবন নির্মান কাজে ব্যাপক অনিয়ম!

প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা লুটপাট

রংপুরে ইউসেপ বাংলাদেশ এর আয়োজনে অভিভাবক সমাবেশ ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

সদর হাসপাতাল উন্নয়নে ৬ দফা দাবিতে গাইবান্ধায় সাধারণ ছাত্র-জনতার মানববন্ধন

সাঁওতাল নারী ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত

গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা!

তারুণ্যের উৎসবে জনতা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক দ্রব্যসহ আটক-১ ‎