
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের দিনমজুর,রিক্সাচালক ফজলুর দখলীয় জমি একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আনারুল ইসলাম গং কতৃক জোরপূর্বক দখলের অভিযোগ।

জানা গেছে, উপজেলার উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মৃত আজিজার সরকারের ছেলে রিক্সাচালক ফজলু সরকার ২০ শতক জমি ক্রয় ও পৌত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগদখল করে আসছে। ইতিমধ্যে সর্বশেষ মাঠজরিপ অনুযায়ী অনলাইন প্রিন্ট পর্চা ও ম্যাপ ফজলু গং এর নামে রেকর্ড ভুক্ত হয়েছে। কিন্তু আনারুল গংরা
উক্ত জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি ধামকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
ঘটনার দিন ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে
ফজলু মিয়ার লোকজন না থাকার সুবাদে আনারুল গং লোকজন নিয়ে এসে জোরপূর্বক উক্ত জমির চারপাশে টিন দিয়ে বেড়া দিয়ে দখল করে। ফজলু গং বাঁধা দেয়ার চেষ্টা করলে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধামকী দিয়ে স্থান থেকে ত্যাগ করতে বাধ্য করে
বলে জানা গেছে ।
খবর পেয়ে পরে ঘটনাস্থলে পুলিশ উপস্ষিত হয়ে দু’দলের লোকজন কে শান্ত থাকতে বলে ও থানায় শালীসীর জন্য ডেকেছে বলে ফজলু মিয়া জানান।
এ বিষয় ফজলু গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

















