
গাইবান্ধা প্রতিনিধি
"ক্রীড়া শক্তি, ক্রীড়া বল" মাদক ছেড়ে ক্রিকেট ধর" এই স্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহব্বতপুর তুলশীপাড়া গ্রাম উন্নয়ন ক্লাব ও পাঠাগারের উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুর ২টায় উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলার উদ্বোধন করেন সোশ্যাল এক্টিভিটিস মাকসুদ রহমান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, জাহিদ মন্ডল, রানা মন্ডল, মুস্তাকিম আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি বুলবুল ইসলাম বলেন, সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে। মাদককে না বলুন ক্রীড়াকে হ্যাঁ বলুন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।
উক্ত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো - তারদহ চেরাগাড়ী একাদশ, ঘোড়ামারা একাদশ, এমসিটি একাদশ, জামালপুর একাদশ, অভি সেল পয়েন্ট একাদশ, তুলশীপাড়া একাদশ, চাঁদপাড়া একাদশ ও কামারদহ একাদশ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024