
আহসান হাবীব নাহিদ, স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে ৯ বছরের শিশু কে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ীতে নিয়ে ধর্ষণ” মামলার এজাহার নামীয় পলাতক আসামী ধর্ষক আনারুল ইসলাম (৪৫) কে মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার এস আই (নিরস্ত্র) সুজন সরকার চৌকস টিম সহ ৩১শে অক্টোবর শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের মধুশাহের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।

এ-ঘটনা নিয়ে ১লা নভেম্বর শনিবার বিকেলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দীন খন্দকার কে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকের সামনে আয়োজিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড।
প্রেস কনফারেন্সে এসময় গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড লিখিত বক্তব্যে জানান যে ২৩ শে অক্টোবর সাদুল্লাপুর থানায় ধর্ষণের শিকার ঐ শিশুর মা বাদিনী হয়ে ১৮ ই অক্টোবর আনুমানিক বিকেল ৩ টায় সাদুল্লাপুরের কামারপাড়ার পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আনারুল ইসলাম (৪৫) তার বাড়ীর শয়ন ঘরে বাদিনী ৯ বছরের এক শিশু কন্যা কে জোরপূর্বক ধর্ষণ করেছেন উল্লেখ করে একটি লিখত এজাহার দাখিল করলে ২০০০ এর ৯(১) ধারায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয় যাহার সাদুল্লাপুর থানার ২০ নং মামলার জিআর ২৩১/২০২৫ (সাদুল্লাপুর) মামলা রুজু পরবর্তী গাইবান্ধা পুলিশ সুপারের তাৎক্ষণিক নির্দেশনায় আইনের সংস্পর্শে আসা শিশুর ধর্ষণ বিষয়ে ডাক্তারী পরিক্ষা এবং আইনের সংস্পর্শে আসা শিশুটির বিজ্ঞ আদালত কর্তৃক আইনের সংস্পর্শে আসা শিশুটির জবানবন্দি লিপিবদ্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয় পাশাপাশি এজাহার নামিয়েও পলাতক আসামীকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে পুলিশ হেডকোয়ার্টারের তথ্য প্রযুক্তির সহায়তায় ৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে আট টায় চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকা সংলগ্ন মধুশাহের আস্তানা নামক দূর্গম পাহাড়ি এলাকায় তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার এস আই (নিরস্ত্র) সুজন সরকার তার চৌকস টিম সহ অভিযান চালিয়ে আসামি আনারুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে সাদুল্লাপুর থানায় এনে ১লা নভেম্বর বিজ্ঞ আদালত সোপর্দ করেন।
এছাড়াও জেলা সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড আরও বলেন যে সংগঠিত অপরাধ কর্মকান্ডের আসামীদের গ্রেফতারে দাবীতে রাস্তা বন্ধ করে মানববন্ধন মিছিল মিটিং করায় আসামীরা ভয়ে কৌশল অবলম্বন করে পালিয়ে বেড়ায় তখন তাদের আইনের আওতায় আনতে সমস্যা হয় সময় লাগে এজন্য অপরাধীদের কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কে সহযোগিতা করার জন্য উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে জেলাবাসীর প্রতি আহবান জানান।


















