
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল পৌরসভার বিএনপির যুগ্ম আহবায়ক বি.কে হানিফকে স্বপদে বহাল করেছে নোয়াখালী জেলা বিএনপি।
গতকাল রোববার (২ নভেম্বর) নোয়াখালী জেলা বিএনপি সদস্য (দপ্তরের দায়িত্বে নিয়োজিত) এডভোকেট রবিউল হাসান পলাশ, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বি কে হানিফকে অব্যাহতি প্রদানের আদেশ প্রত্যাহার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের নির্দেশক্রমে, বি.কে হানিফের অব্যাহতি প্রদানের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
অব্যাহতির আদেশ প্রত্যাহারের পর সাংবাদিকদেরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বি.কে হানিফ বলেন, আমি দীর্ঘ ২৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছি। একটি স্বার্থন্মেসী মহলের কারসাজিতে আমাকে অব্যরতি প্রদান করা হয়েছিল। তিনি বলেন, এখন থেকে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য চাটখিল পৌর বিএনপির নেতাদের সাথে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024