
লালমনিরহাটঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা হাটে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
গতকাল সোমবার (৩ নভেম্বর) হাতীবান্ধা উপজেলা সিন্দুর্ণা এলাকায় অবস্থিত হাতীবান্ধা হাটে কিছু অসাধু ব্যবসায়িক কর্তৃক অবৈধভাবে দখলকৃত সরকার জায়গা দখল করে করে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানের উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, অফিসার ইনচার্জ হাতীবান্ধা থানার মাহামুদুন নবী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ৫/৭ টা করে রুম দখল করে নিজেদের মতো করে গোডাউন হিসেবে ব্যবহার করছিল। বিগত ৬ মাস ধরে অনেকবার চেষ্টা করা হয়েছে। তিনদিন মাইকিংও করা হয়েছে, তারপরও তারা স্থাপনা সরায়নি। তাই আজ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও বলেন, যারা প্রকৃত ব্যবসায়ী তাদের ব্যবসা আমরা বন্ধ করবো না। তাদেরকে এই বাজারেই পুনর্বাসন করা হবে।


















