
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জবি শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৪ নভেম্বর) সংগঠনটির চলমান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন হয়।
আয়োজকরা জানায়, প্রতিদিন প্রতিযোগিতায় একটি করে প্রশ্ন দেওয়া হবে। অংশগ্রহণকারীরা ১০ মিনিট সময়ের মধ্যে উত্তর দিতে পারবেন। প্রতিদিন সঠিক উত্তরদাতা ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। পুরো নভেম্বর মাস জুড়েই এই প্রতিযোগিতা চলবে।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বিজয়ী হন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী টুটুল কুন্ডু। তিনি বলেন, “ক্যাম্পাসে আসার পর ছাত্রদলের অনেক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। আজকের কুইজ প্রতিযোগিতাটি সবচেয়ে বেশি উপভোগ করেছি। আশা করি, ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের শিক্ষণীয় আয়োজন অব্যাহত রাখবে।”
জবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান তালুকদার বলেন, “আমাদের এখানে খেলাধুলা বা বিনোদনের পর্যাপ্ত সুযোগ নেই। তাই শিক্ষার্থীদের মানসিক বিকাশে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।”
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে গেছে ছাত্রদল। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। শিক্ষার্থীদের কল্যাণের কথা মাথায় রেখে নানা কর্মসূচি হাতে নিয়েছি। এসব কর্মসূচিতে সকলে অংশগ্রহণ করবে বলে আশা করি।”


















