
লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিনা চাষে সরিষা আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রায় ৪ একর জমিতে সরিষার বীজ ছিটানো হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকায় আমন ধান থাকা অবস্থায় জমিতে এই বীজ ছিটানো হয়। এতে স্থানীয় কৃষকরা অংশ নেন এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের কারিগরি পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ড. শাইখুল আরেফিন, হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা ইয়াসমিনসহ স্থানীয় কৃষকরা।
অতিরিক্ত উপপরিচালক ড. শাইখুল আরেফিন বলেন, আমরা সরিষার আবাদ বৃদ্ধি করতে কাজ করছি। বিনা চাষে সরিষার ফলন বেশি পাওয়া যায়। একসময় আমরা ঘরে ঘরে সরিষার তেল খেতাম, কিন্তু এখন সয়াবিন তেলের ওপর নির্ভরশীল। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ভোজ্যতেল আমদানি কমিয়ে অর্ধেকে নামানোই সরকারের লক্ষ্য। সেই লক্ষ্যে সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা ইয়াসমিন বলেন, গত বছরের তুলনায় এবার হাতীবান্ধায় সরিষার আবাদ বাড়বে বলে আশা করছি। বিশেষ করে বিনা চাষে সরিষা আবাদে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। যাদের জমি এরকম অবস্থায় আছে, তারা সামান্য সরিষার বীজ ছিটিয়ে দিলেই হবে। আমরা সরিষায় স্বয়ংসম্পূর্ণ হতে চাই।
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, আগে ধান কাটার পর জমি ফাঁকা পড়ে থাকত। এখন সেই জমিতেই সরিষার বীজ ছিটিয়ে দিচ্ছি। এতে বাড়তি খরচও লাগছে না, বরং ভালো ফলনের আশা করছি।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024