
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মার্কেট ভেঙ্গে ব্যক্তি মালিকানাধীন বানিজ্যিক মার্কেট এর রাস্তা নির্মাণের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের তিন মাসেও প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহন না করায় আবারো ফুঁসে উঠেছে সচেতন মহল,সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ।
পলাশবাড়ী পৌর শহরের কোটি টাকা মুল্যের বিদ্যালয়ের মার্কেট এর রুম ভেঙ্গে বানিজ্যিক এ মার্কেটটির চলাচলে রাস্তা নির্মাণের ঘটনায় অভিযোগ দাখিল এবং তদন্ত হলেও অদৃশ্য কারণে মার্কেটের জমি উদ্ধার বা রাস্তা নির্মাণকারীদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা না নেওয়া আবারো বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের দাবী বিদ্যালয় সংশ্লিষ্টদের ও গঠিত তদন্ত কমিটিকে মোটা অংঙ্কের টাকা প্রদানের মাধ্যমে উক্ত বিষয়টি আবারো ধামাচাপা দেওয়া হয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী কোন বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ের সভাপতি ও পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এর নিকট ফোনে একাধিকবার কল দিয়ে ফোন না ধরায় এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য,পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মার্কেট ভেঙ্গে ব্যক্তি মালিকানাধীন বানিজ্যিক মার্কেট এর রাস্তা নির্মাণের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের তিন মাসেও প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহন না করায় বিভাগীয় কমিশনার ,জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল,সাবেক বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকগণ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024