
মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে জি স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৫ ও পঞ্চম শ্রেণীর মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার সকালে উপজেলার পরকোট ইউনিয়ন বাইসিন্দুর দক্ষিণ বাজারে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কে জি স্কুল চত্ত্বর পুরুস্কার বিতরণ ও ৫ম শ্রেনীর মিলাদ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী-ব্যবসায়ী সমাজ সেবক গোলাম মোস্তফা ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
চাটখিল মহিলা কলেজের প্রফেসার মামুনুর রশিদ জামাল, লাম নগর একাডেমী হাইস্কুল এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষানুরাগী আব্দুল মতিন দুলাল, স্কুলের অভিভাবক সদস্য ও বাইসিন্দুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক স্বপন ভূঁইয়া।
খেলাধুলা বিভিন্ন ইভেন্টে পুরুস্কার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গোলাম মোস্তফা ভুইয়া সহ অতিথিবৃন্দ ও স্কুলের শিক্ষক মন্ডলীগণ।


















