
গাইবান্ধা প্রতিনিধি
বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, গ্রাহক হয়রানী ও প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার গাইবান্ধা শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান আনু মিয়া, হাসান নুর, মাহবুর রহমান সুমন, আব্দুর রহিম, আজাদুল ইসলাম আজাদ, আবুল কালাম, মাহবুবুর রহমান, আব্দুল হালিম, আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের পকেট কাটা প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধার কোথাও লাগাতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে। তারা বলেন, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধ, পল্লী বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত দুর্নীতিকারীদের বিচার, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যে সকল কর্মচারী চাকরিচ্যুত হয়েছে তাদের পুণবর্হাল করার দাবি জানান। সেইসাথে বিদ্যুৎ বিভাগের যে সমস্ত দুর্নীতির খবর মিডিয়ায় প্রকাশ হয়েছে সেই সমস্ত দুর্নীতিবাজদের বিচার করারও দাবি জানান।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024