
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী সফলভাবে সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ পেয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
ক্ষুদে সাঁতারুদের হাতে এই সনদ তুলে দেন সাঁতার প্রশিক্ষণ-২০২৫ এর অনুষ্ঠানের প্রধান অতিথী ও স্কাউটের দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সুধীরচন্দ্র বর্মণ ।
এর আগে টানা ১০ দিনের প্রশিক্ষণ শুরু হয় গত ২ নভেম্বর। প্রশিক্ষণে গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে গাইবান্ধা কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন ও জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের স্কাউটের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল কবির, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ, জেলা স্কাউটের সভাপতি সাইফুল ইসলাম ও সম্পাদক মালেক সরকার, সদর উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম, কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরিন খাতুন, সাঁতার প্রশিক্ষক নাছিমা বেগম ইতি, সহযোগী আশিকুর রহমান আশিক, সোহানুর রহমান সোহানসহ অভিভাবকরা।
কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা ক্ষুদে শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান এবং সাঁতারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, “সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবন বাঁচানোর দক্ষতা। ছোটবেলা থেকেই এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সাহস জোগাবে।” জেলা শহরের জেলা পরিষদের বড় আয়তনের পুকুরে টানা ৯ দিন এই সাঁতার প্রশিক্ষণ দেন জেলা স্কাউট সভপতি সাইফুল ইসলাম, নারী প্রশিক্ষক হিসেবে ছিলেন নাছিমা বেগম ইতি ও তাদেরকে সহযোগিতা করেছেন আশিক ও সোহান।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024