
রংপুরঃ
গত বুধবার (১২ নভেম্বর ২০২৫) রংপুরে ইউসেপ বাংলাদেশ রংপুর রিজিয়ন এর আয়োজনে নিয়োগকর্তা কমিটির ২৬ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে ও ইউসেপ বাংলাদেশ এর জেন্ডার রেসপন্সিভ এন্ড ইনক্লুসিভ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং প্রকল্পের আওতায় ইউসেপ রংপুর রিজিওনাল কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউসেপ রংপুর রিজিয়নের নিয়োগকর্তা কমিটির চেয়ারপার্সন মো. এমদাদুল হোসেন।
ডিসেন্ট এমপ্লয়মেন্ট অফিসার মো. বেলালুজ্জামান এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও ইউসেপ রংপুর রিজিয়নের কার্যক্রম তুলে ধরেন রিজিওনাল ম্যানেজার ও নিয়োগকর্তা কমিটির সদস্য-সচিব মো. রফিকুল ইসলাম।
সভায় অংশগ্রহণকারী নিয়োগকর্তা কমিটির সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানে ইউসেপের গ্রাজুয়েট প্রশিক্ষনার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে অবহিত করেন এবং ইউসেপ রংপুর রিজিয়নের কার্যক্রম নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন ইউসেপ রংপুর রিজিয়নের সোশ্যাল ইনক্লুশন এন্ড এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ মো. এবাদুর রহমান, টিম লিডার মো. সোলাইমান, নিয়োগকর্তা কমিটির সদস্য ও রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ (আজাদ), পরিচালক মো. আব্দুল হালিম, মো. কামাল হোসেন, মো. রশিদুস সুলতান বাবলু, প্রণয় বনিক, রবি সোমানী, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মো. রুবায়েত হোসেন খান, ইজি গ্রুপের চেয়ারম্যান জিনাত জাকিয়াতুর রায়হান, জিআইপি-আরএফএল গ্রুপের মাহাফুজার রহমান, এস.এ এগ্রো ফিড এর ম্যানেজমেন্ট ট্রেইনী আরমান হিমেল, বারী কনস্ট্রাকশন এর আবু বকর বারী মিঠু, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্ট লিমিটেডের শিবলী সাদিক, প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ফরিদ রানা, ফন গ্রপের ফরিদ হোসাইন ও আব্দুর রহমান এবং আরএসি ওয়ার্কশপ ওনার্স এ্যাসোসিয়েশনের জামান শেখ সাজ্জাদ।
সভায় বক্তব্য প্রত্যাশা করেন, রংপুরে ইউসেপের মাধ্যমে একটি অন্তর্ভূক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং তরুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


















