
পলাশবাড়ীঃ
সভাপতি হরিদাস বাবু – সাধারণ সম্পাদক শ্যামল সাহাপ লাশবাড়ী রাঙ্গামাটি কেন্দ্রীয় মহাশ্বশানের কমিটি গঠন।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কেন্দ্রীয় মহাশ্বশানের পরিচালনা কমিটি নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উভয় পক্ষকে নিয়ে পলাশবাড়ী থানায় হল রুমে বসে স্থায়ী সমাধানের লক্ষে সর্ব সম্মতিক্রমে মহাশ্মশান পরিচালনায় ১১ সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। এসময় পূর্বের কমিটি সভাপতি দিলিপ চন্দ্র সাহা,পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মকর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
১৪ নভেম্বর শুক্রবার রাতে থানা হলরুমে সনাতনী দের উভয় পক্ষ কে নিয়ে আলোচনা শেষে সকলের সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্ব সম্মতিতে নতুন কমিটির ১১ জন কে মনোনীত করা হয়।
পলাশবাড়ী রাঙ্গামাটির মহাশ্মশান পরিচালনা পরিষদের নতুন এ কমিটির সভাপতি হরিদাস চন্দ্র তরনীদাস, সহসভাপতি কার্তিক চন্দ্র, সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র সাহা,সহ সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রনজিদ চন্দ্র সরকার,ক্যাশিয়ার রাসুদেব সরকার, সদস্য সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন, অপূর্ব কুমার।
নতুন কমিটিকে অভিনন্দন এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সনাতনী ধর্মের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও পুরোহিতগণসহ সনাতনীরা। এদিকে দীর্ঘদিনের জটিলতা ও মতভেদ কাটিয়ে সকলের সর্ব সম্মতিতে শান্তি পূর্ণ পরিবেশে নতুন উপজেলার একমাত্র মহাশ্বশানটির পরিচালনা কমিটি গঠন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিকদল ও সামাজিক পেশাজীবী সংগঠন।


















