
বিশেষ প্রতিনিধি:
সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে মরহুম এম.এ কাইয়ুম মন্ডল গণকবরস্থান উদ্বোধন করা হয়েছে। ৫ ডিসেম্বর ২০২৫ গুডসেক চত্বরে গণকবরস্থানের সভাপতি আনোয়ারুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও

উদ্বোধন করেন ৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন ও দুস্থ সেবা কেন্দ্র গুডসেক এর সভাপতি মামুন মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মিয়া, ইউপি সদস্য আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আঃ মুত্তালিব ফকির, সমাজসেবক খন্দকার ডা: মোস্তাফিজার রহমান, প্রধান শিক্ষক তাজুল ইসলাম সরকার, তোতা ফকির প্রমুখ।
গুডসেক এর সভাপতি মামুন মন্ডল বলেন- আমাদের দীর্ঘদিনের স্বপ্ন একটি গণকবরস্থান নির্মাণ করা। তাই আজকে ৪৭ শতাংশ জমি গুডসেকএর পক্ষ থেকে গণ কবরস্থানের নামে ওয়াকফ করে দেয়া হল।
এসময় আরো উপস্থিত ছিলেন – খন্দকার ডাঃ আব্দুস সোবহান, সাহাবউদ্দিন মন্ডল, আলামিন প্রামাণিক, তাজুল সরকার, আব্দুর রশিদ, মেস্তার ফকির, ফুল মিয়া, মমিনুর রহমান, শাহিন মন্ডল প্রমুখ।


















