
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসন, বিশেষ বৃত্তি প্রদান, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং দ্রুত জাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (৭ ডিসেম্বর) জবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ জাহেদ স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এই ৪ দফা দাবি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অর্থবছরের শুরু থেকে আবাসন ভাতা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই অর্থ শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। তাই আবাসন সংকট ও চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে তারা এই দাবিগুলো উত্থাপন করেছেন।
ছাত্রশিবিরের ৪ দফা দাবিগুলো হলো:
১. ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিতে হবে।
২. অতি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে।
৩. ডিসেম্বর ২০২৫ এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে কোনো গড়িমসি চলবে না।
৪. কোনো প্রকার বিড়ম্বনা না করে নির্ধারিত সময়ে জাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, উপর্যুক্ত দাবিগুলো বাস্তবায়ন শিক্ষার্থীদের নিরাপত্তা, দৃঢ় মনোবল ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে অত্যন্ত জরুরি। সংগঠনটি আশা প্রকাশ করে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024