
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠন চত্বরে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।
শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সংগঠনের কার্যকরি সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলাল। শোভাযাত্রায় সংগঠনের নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর ঢাকা থেকে আগত শিল্পীদের সংগীতানুষ্ঠান, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠীর চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৫ ডিসেম্বর সুরবানী সংসদ ও স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অন্তরঙ্গ থিয়েটারের আলোচনা, গুণিজন সম্মাননা ও নাটক ৩৬ জুলাই, ১৭ ডিসেম্বর দিনাজপুরের নাট্য সমিতির শিল্পীদের নাটক তুলসী লাহিড়ী মঞ্চে অনুষ্ঠিত এবং ১৮ ডিসেম্বর পুরস্কার বিতরণ ও নাটক চারদিকে যুদ্ধ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024