
তালতলী, বরগুনা সংবাদ দাতাঃ
তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের
আলীর বন্দর গ্রামে রাতের আধারে দুর্বৃত্তরা ধান কাটে
সেই আলাপ পেয়ে জমির মালিক মোঃ ছিদ্দিক দফাদার ও তার ছেলে ও পুত্রবধূ গিয়ে বাধা দেন।
তারা তাদের বাধা না মেনে।
তাদের সাথে থাকা অশ্রু দিয়ে ছিদ্দিক দফাদারকে
ও তার ছেলে আবু সালেকে ও তার পুত্রবধূ মোসা লিপি বেগমকে এলো পাথারি কোপ সুরু করে।
তাদের ডাকা ডাকি শুনে তার ভাতিজা মোঃ বাহাউদ্দীন ঘটনা স্থালে জান তাকেও এলো পাথারি কোপ শুরু করে।
বাহাউদ্দীন এর সাথে জিনিস বন্ধক রেখে আসা১লক্ষ ২০হাজার টাকা ও একটি স্মার্ট ফোন দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায়।
টাকার সাথে থাকা জিনিস এর ম্যামো ও নিয়া যায়। ও ছিদ্দিক দফাদার এর সাথে থাকা ৭০হাজার টাকা ও লিপি বেগম এর কানের জিনিস সহ দুইটি স্মার্ট ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যায়।
তারপর এলাকার জনগন তাদের উদ্ধার করে পটুয়াখালী হসপিটালে পাঠান বর্তমানে পটুয়াখালি হসপিটালে তিনজন ভর্তি আছেন ও সিদ্দিক দফাদার বেশি গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়।
দুর্বৃত্তরা হলেন।
১। হাসিব (২৭)
পিতা নাসির তালুকদার
গ্রাম চানমারি বরিশাল,
২। মালা (৩২)
স্বামী নজরুল গ্রাম পাথরঘাটা,
৩। সালেয়া (৫০)
স্বামী নাসির
গ্রেম চানমারি বরিশাল,
৪। মেহেদী (৩০)
পিতা ফারুক গ্রাম চাঁদমারি বরিশাল,
৫। মিঠু (২৮)
পিতা ফারুক গ্রাম চানমারী বরিশাল,
৬। আবু বক্কর (২৫)
পিতা ফারুক গ্রাম চানমারি বরিশাল,
৭। হারেচ (৪৫)
পিতা রশিদ খান নলবুনিয়া তালতলী,
৮। নজরুল (৩৫)
পিতা হাবিব গ্রাম পাথরঘাটা,
৯। বশার বদ্দর (৪২) পিতা খালেক বদ্দর তালতলী,
১০। আবুতালেব বদ্দর (২৫) পিতা বশার তালতলী,
১১।ছাইফুল(২৩)
পিতা হারেচ নলবুনিয়া তালতলী,
১২। ফারুক (৫৫)
পিতা সে রাজ হাং গ্রাম চানমারি বরিশাল।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024