লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ৬ নং ওয়াডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুড়ে অন্তত ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০জুলাই) রাত ১১টায় হাতীবান্ধা উপজেলার দঃসিন্দুর্না গ্রামে ধৌলুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ওই বাড়িরতে বৈদ্যুতিক তারে তারে জরিয়ে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।