নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে বেলকা,শান্তিরাম,শোভাগঞ্জ,পাচপীরসহ উপজেলার বিভিন্ন মোড়,সুন্দরগঞ্জ পৌরশহরে হাজার হাজার ছাত্র-জনতা আনন্দ শোভাযাত্রা করেন। এসময় ছাত্র জনতার মধ্যে যারা নেতৃত্ব দিয়েছেন তাঁরা বলেন,আমরা আজ সফল ও স্বার্থক। কারণ বিগত ১৫ বছরের ইতিহাসে ভোটারবিহীন রাতের অন্ধাকারের সরকারের পতন তরান্বিত করে আমরা ঘরে ফিরতে পেরেছি এবং অনেক মায়ের বুক খালি হওয়া থেকে রক্ষা পেয়েছি। এদেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বলে আমরা ছাত্র সমাজ আজ গর্বিত। অনেক রক্ষক্ষয়ী সংগ্রাম ও হত্যা কান্ডের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে একটি সঠিক জায়গায় নিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গণতন্ত্র পুনরুদ্ধার,মহান স্বাধীনতার স্বপ্নকে আজ আমরা ফিরিয়ে পেয়েছি বলেও ছাত্র নেতারা বলেন। তাঁরা আরও বলেন,নিশ্চয়ই আল্লাহ জুলুমরত জনপদ সমূহকে ধ্বংস করেন। তা আজ এই হাসিনা সরকার প্রমাণ করলো।