
মনিরুজ্জামান খান গাইবান্ধা-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে ইউনিয়ন বিএনপি,এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শহীদের স্মরণে দোয়ায় অংশ গ্রহন করতে দেখা যায়,

নর্দান ইউনিভার্সিটির ছাত্র আবু ছালেহ তানভীর বলেন,দেশটা নুতন করে সাজাতে চাই যেখানে থাকবেনা কোন বৈষম্য, সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো।
শুক্রবার (৯ আগস্ট) রাতে মনোহরপুর ইউনিয়নের তালুকঘোড়াবান্ধা (বালুখোলা) নামক স্থানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাজমুল হকের নেতৃত্বে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আতিকুর রহমান,এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান,
আরো উপস্থিত ছিলেন,মনোহরপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক ওসমান প্রধান,সহ- সাধারণ সম্পাদক ববদিল খান,সহ সাধারণ সম্পাদক আবদুল মাজেদ,সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম (বাবু),সহ সাংগঠনিক সম্পাদক হেলাল প্রধান,ইউনিয়ন যুবদলের সভাপতি যুবায়ের আহমদ,ও ছাত্রদলের সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক সিহাব চৌধুরীসহ ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় দলের নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শেষে বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করেন।