মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপিও অঙ্গসংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নিহতের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৫টা উপজেলার বদলকোট ইউনিয়ন পশ্চিম শাখায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বদলকোট বাজারে দোয়া শেষে শান্তি মিছিল নিয়ে বদলকোট-ডল্টা বাজার সড়কে মিছিল প্রদক্ষিণ করে বদলকোট ইউনিয়ন পরিষদের সামনে পথ সভায় করেন।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কাজী ওমর ফারুক, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক
ফখরুদ্দিন ফিরোজ।
মাওঃ ওমর ফারুক বলেন,
নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নির্দেশনা বদলকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন সুসংগঠিত।আপনারা রাত জেগে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন।
তিনি আরো বলেন, আপনারা দীর্ঘ ১৭বছর যে অত্যাচার নির্যাতন ও মামলা হামলার শিকার হয়েছেন, তারপরো আপনার বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে রয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি আপনাদের প্রতি খুশি।
ফখরুদ্দিন ফিরোজ বলেন, বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও খোকন এর নির্দেশনা আপনার কাহারো সাথে মারামারিতে জড়াবেন না। মানুষের জানমাল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিতে হবে। যারা অতিতে আপনার সাথে খারাপ আচরণ করেছে তাকে ক্ষমা করে দিন।
শান্তি মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা এডভোকেট সোহাগ হোসেন, সাবেক মেম্বার মনির হোসেন কামাল, বিএনপির নেতা আব্দুর রহিম খন্দকার, আলমগীর রশিদ পিংকু একরামুল হক সুমন সহ বদলকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।