
শফিকুল ইসলাম সাগর সাব এডিটর:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ আগস্ট/২৪ ইং বুধবার দুপুরে রংপুর জেলার পীরগন্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় মহাসচিবের সাথে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনর রশীদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহঃ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আঃ খালেক, সহঃ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ ময়নুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আঃ সালাম মিয়া,গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ সহ রংপুর জেলা, গাইবান্ধা জেলা সহ পীরগন্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ গত ১৬ জুলাই রংপুর জেলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন।শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন বলে জানা যায়। বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ রংপুর জেলার পীরগন্জ উপজেলার ৫ নং মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে ১৯৯৯ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ মকবুল হোসেন ও মাতাঃ মনোয়ারা বেগম। ৯ ভাই বোনের মধ্যে শহীদ আবু সাঈদ সবার ছোট বলে জানা যায়।