
শফিকুল ইসলাম সাগর সাব এডিটর:
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে নিরীহ ছাত্র জনতা কে খুনের জন্য হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাদুল্লাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণঅবস্হান কর্মসূচি ১৫ আগস্ট/২৪ বৃহস্পতিবার পালিত হয়েছে। গণঅবস্হান কর্মসূচি উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী গন সকাল থেকেই

উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে অবস্থান নেয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল ও শ্লোগানে মুখরিত ছিল দিনময় পুরো উপজেলা জুড়ে। বিএনপি সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য সচিব আব্দুস সালাম মিয়া জানায় বিএনপি সাদুল্লাপুর উপজেলা শাখা ও সাদুল্লাপুরের ১১ ইউনিয়ন সমুহে আজকের এই অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কোথাও কোনো সমস্যা হয়নি। তিনি আরো বলেন কোনো অপশক্তি যেন
এই উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও উপজেলার সকল ইউনিট জনগণের পাশে সব সময় আছে। এদিকে সাদুল্লাপুর উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিয়ন ধাপেরহাট। জাতীয় মহাসড়ক বেয়ে গড়ে ওঠা এই ইউনিয়ন টি। ১৫ আগস্ট সকাল থেকেই ধাপেরহাট মহাসড়ক আন্ডার পাসের নিচে অবস্থান নেয় ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ। ধাপেরহাটেও শান্তি পূর্ণ ভাবে গণঅবস্হান কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায়।