
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলে পূর্বের শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে বসত ঘরে হামলা মারধর ভাঙচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ কামরুল হাসান।

ভুক্তভোগী কামরুল হাসান রনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর নগর পাড়া গ্রামে চুনি পাটোয়ারী বাড়ীর এমরান হোসেনের ছেলে।
রনি বলেন, আমাদের বাড়ীর করিম হোসেন ( ৩৫), মাহফুজুর(৪০), মোঃ মহসিন(৪৫), মোহাম্মদ মারুফ (২০), মোঃ শাকিল (৩০), মোহাম্মদ আব্দুল হাকিম, মোঃ মজিবুর রহমান (৫০) মোহাম্মদ সাগর (২৩) অজ্ঞাতনামা কয়েক জন একত্রিত হয়ে গত ৯আগষ্ট শুক্রবার ভুক্তভোগী বলেন জুমার নামাজ আদায় করতে আমার বাবা সহ মসজিদে যাই। নামাজ আদায় করার পর মসজিদে কিছু কথা বলায় আমাদের প্রতিবেশী পূর্বের শত্রুতার জের ধরে আমাকেও আমার বাবার উপরে হামলা করে। এক পর্যায়ে মসজিদ থেকে কোন রকমে আমি বাবাকে নিয়ে বাড়ীতে চলে আসি। তারা আমাদের বসত ঘরে হামলা করে আমাকে আমার বাবা এমরান হোসেন, ভগ্নিপতির উপর হামলা করে। আমাদের বসত ঘরের অনেক মালামাল ভাংচুর, স্বর্ণ অলংকার সহ নগদ ২ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়।
বর্তমানে তারা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। আমরা বাড়িতে যেতে পারছি না । আমি উক্ত ঘটনার আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাই।