
নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ রোমান বেপারীর নামে নতুন করে মস্তফাপুর টু মাদারীপুর ফোর লেন মহাসড়কের শাখা সড়ক খাগদি বাসস্ট্যান্ড থেকে রোমান বেপারী বাড়ী ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণের উদ্বোধন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

১৭ই আগস্ট(শনিবার) সকাল ১১টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী বাসস্টান্ডের পাশে শাখা সড়কের সামনে ব্যানার টানিয়ে এই নামকরণের উদ্বোধন করা হয়। এর পূর্বে সকালে শহীদ রোমানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা।
এসময় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীয় সদস্য আসাদুর রহমান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর কাজী আবুল বাশার, মাদারীপুর প্রথম দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আসাদুল্লাহ ফাহাদ, ইসরাফিল, আঃরহিম,আশিক,আফিয়াসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ রোমানের পিতা, একমাত্র কন্যা সন্তান, স্ত্রী,শশুরসহ তার পরিবার ও এলাকার সদস্যবৃন্দ।