
নিউজ ডেস্ক:
গত ১২ আগস্ট ( সোমবার) সাদুল্লাপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরকে খাবার বিতরণ করা হয়।

যানজট নিরসনে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বৃন্দ ও বিএনসিসি সদস্যরা। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক কাওছার রহমান কাজল,চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী আতাউর রহমান আশিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাসেল সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।
এসময় তাদের এ চোখধাঁধানো দেশপ্রেমের অগাঢ় প্রতিফলনের প্রসংসার পাশাপাশি অনুপ্রেরণা ও পরামর্শ দেওয়া হয়।