
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর)
দিনাজপুরে বৈষম্যবিরোধী সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে দিনাজপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, যুবদল ও ইসলামী ছাত্রশিবিরের পপ্রতিনিধি অংশগ্রহণ করেন।

শনিবার (১৭ আগস্ট ২০২৪) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (রেজিঃ নং-রাজ-২৯৩৬) সভাপতি জি এম হিরু।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা’র সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভূট্টো, বাংলাদেশ জামায়াতে ইসলাম দিনাজপুর উত্তর জেলা শাখার সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ একরামুল হক আবির ও গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি সাদাকাত আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হক খান ও ইউনিয়নের সদস্য এম এ সালাম।
মতবিনিময় সভায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল হুদা, হাবিপ্রবি’র ক্রপ পিজিওলজি ও ইকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবু হাসান, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট মোঃ মাইনুল আলম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল, জামায়াতে ইসলামি বাংলাদেশ দিনাজপুর শহর শাখার আমীর মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুফতি মাওলানা মুহাম্মদ খাইরুজ্জামান, দিনাজপুর জেলা যুবদলের সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ সুমন, দিনাজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মোঃ মুশফিকুর রহমান, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, মোহাম্মদ আলী, মোঃ আতিকুর রহমান শুভ, মোঃ মোসাদ্দেক হোসেন, মোঃ আমান সুজন, মোঃ সজিব, মোঃ জোয়ারদার রনি, মোঃ মেহেদী হাসান, গণধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার প্রতিনিধি মোঃ গোলাম আজম, মোঃ ইয়াকুব আলী ও মোঃ রায়হান হিপূ।
মতবিনিময় সভায় ঐক্যবদ্ধভাবে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলের প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিও জানানো হয়।