
মোঃ ওয়াসিম রেজা গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী কলেজের অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ সরকার ৩১ জুলাই ২০২৪ ইং তারিখে অবসরে গেলে ঐ দিনই সরকারি বিধি মোতাবেক অত্র কলেজের প্রভাষক (জ্যোষ্ঠতম) জনাব মোঃ আব্দুল মান্নান সরকার কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব অর্পণ করেন।

১৮ আগষ্ট রবিবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ প্রধান ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন ৯নং হরিনাথ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ কবির হোসাইন জাহাঙ্গীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান বিভাগের জৌষ্ঠ প্রভাষক জনাব মোঃ আবু আহম্মেদ জোবায়দুর রহমান, অর্থনীতি বিভাগের জৌষ্ঠ প্রভাষক জনাবা মোছাঃ শিরিন আক্তার ও জনাব মোঃ আদনানুল ইসলাম মারুফ প্রমূখ।
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান সরকার জাতীয় দৈনিক ভোরের চেতনা কে বলেন সরকারি বিধি মোতাবেক আমি দায়িত্বভার গ্রহণ করি । দায়িত্ব নেওয়ার পর থেকে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দেন।
প্রধান অতিথি সদ্য বিদায়ী অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ প্রধান বলেন, এই কলেজের প্রতিটি ইট-বালুর কনার সাথে মিশে আছে আমার ঘাম ঝরানো কষ্ট। আমি দোয়া করি ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের শুনাম অক্ষুন্ন রাখবে ।
বিশেষ অতিথি ৯নং হরিনাথ পুর ইউপি চেয়ারম্যান জনাব মোঃ কবির হোসাইন জাহাঙ্গীর বলেন কলেজ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন কারণে আমাকে এখানে ডাকা হয় নাই । আমি ও এখানে আশি নাই । আজ থেকে কলেজের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন প্রভাষক জনাব মোঃ মোশাররফ মিলন।