
মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর)-
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়, গাছে গাছে ভরপুর মোদের জেলা দিনাজপুর” স্লোগানকে সামনে রেখে হিউম্যান লাভ ফাউন্ডেশনে উদ্যোগে ২য় দফায় নতুন স্বাধীন বাংলার, দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়৷

রবিবার ১৮ আগষ্ট সকাল ৯ টায় মহিলা কলেজ মোড় হতে দিনাজপুরে বিভিন্ন হাসপাতল ও রোডের পাশ্বে গাছ লাগানো হয়। এই কাজে অংশগ্রহণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবী সহ অনেক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, গাছ আমাদের ছায়া দেয়, বাতাস দেয়, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে শহীদদের স্মরণে দেশে চারা রোপন করা হচ্ছে । তাই আমাদের সবাইকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। দেশ, মাটি ও মানুষের কল্যাণে বৃক্ষ রোপনের কোনো বিকল্প নেই ।
“হিউম্যান লাভ ফাউন্ডেশনের” সভাপতি ফিরোজ আলম ও সোয়াদ জানান, ফাউন্ডেশনের উদ্যোগে নতুন স্বাধীন বাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসহ দিনাজপুরে পৌরসভার বিশেষ বিশেষ দর্শনীয় জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে ।
এরই ধারাবাহিকতায় ১ম দফায় ২২০টি এবং ২য় দফায় ১৫০টি বৃক্ষরোপণ সম্পন্ন হচ্ছে। আমরা মোট ৫০০টি বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা শুধু গাছ লাগিয়ে ছেড়ে দিচ্ছি না, গাছটির পরিচর্যাও করছি। ইনশাআল্লাহ আমাদের ফাউন্ডেশন কর্তৃক এধরনের বিভিন্ন সামাজিক কাজ করে যেতে চাই, দেশের কল্যাণে৷ আশাকরি আপনারা আমাদের পাশে থাকবেন৷ এবারের কর্মসূচিতে রোপণ করা হচ্ছে ফলজ হিসেবে কাঁঠাল, পেয়ারা, আম, জাম, জাম্বুরা , আমলকি, ঔষধি হিসেবে অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ।
তারা আরও জানান, সংগঠনর পক্ষ থেকে ২০২০ সালে করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণের মাধ্যম শুরু করে প্রতিনিয়ত দিনাজপুরে বিভিন্ন ধরণের স্বেচ্ছাসেবী কার্যক্রম যেমন: বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, ইফতার বিতরণ, খাদ্য বিতরণ, ব্লাড ক্যাম্পেইন ও রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে হিউম্যান লাভ ফাউন্ডেশন।