মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার(দিনাজপুর)
দিনাজপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট ২০২৪) বিকেল ৫টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে শহরের লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড, পৌরসভার মোড়, জেনারেল হাসপাতাল মোড়, বুটিবাবুর মোড়, মুন্সিপাড়া, নিমতলা মোড়, মডার্ণ মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
আলোচনা সভা ও শোভাযাত্রায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ মোকাররম হোসেন, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাসেল আলী চৌধুরী লিমন।