
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটায় পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন তিনি।
এরআগে সকাল ১০টা থেকে অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা । বিকেলে অধ্যক্ষ পদত্যাগের পর ক্যাম্পাসে আনান্দ মিছিল করেন শিক্ষার্থীরা ।
সমাজ কর্ম বিভাগের নুসরাত জাহান মিরা জানান, দীর্ঘদিন থেকে কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কারণে অকারণে দুর্ব্যবহার করতেন। দাপ্তরিক বিভিন্নকাজে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন পদত্যাগ করায় আমরা সকল শিক্ষার্থীরা আনন্দিত।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন.রাষ্টবিজ্ঞান বিভাগের সায়েমা,বীথী,বর্ষা,দিয়া,রোমানা,মৌ,স্মৃতি,লীজা,ইভা,রেশমা, শারমীন,মারর্জিনা, প্রমুখ।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024