
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

২১ আগষ্ট বুধবার জুবিলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনাজপুর পৌরসভার আওতায় ১২টি ওয়ার্ডের ৪৭জন ইউপিজি গ্রাজুয়েশন স্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে অতি দরিদ্র উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন অনুষ্ঠান-২০২২ সালের উপকারভোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জুবিলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপির প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কাশী কুমার দাস। পুরষ্কার বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি আকরাম হোসেন বাবলু বলেন, ইউএনডিসির মাধ্যমে এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে উপকারভোগীদের মাঝে বকনা বাছুর, হাঁস-মুরগী পালন করার সুযোগ করে দেওয়ার ফলে সেই সমস্ত পরিবারগুলো আর্থিকভাবে স্বচ্ছল হয়েছে। যার ফলে তৃণমূল পর্যায় থেকে উপকারভোগীরা গ্রাজুয়েশন পর্যায়ে আসাতে তাদের মাঝে মূল্যায়ন হিসেবে ৪৭জন ইউপিজি গ্রাজুয়েশন সদস্যকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।