
দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগষ্ট) বিকালে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে বাবরের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের হয়ে মদন খালিয়াজুড়ি প্রধান সড়ক হয়ে বিদ্যালযের মাঠে এসে শেষ হয়। পরে
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাইয়ুল মিয়া,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ছোট্ট মিয়া।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি মোঃ সাহাবুল মিয়া, সাধারণ সম্পাদক, মোনায়েম খা, ওয়ার্ডের সভাপতি বাবলু মিয়া,সাধারণ সম্পাদক কাবিল মিয়াসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024