
মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর সদরের নশিপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম হোসেনের নিয়োগ বানিজ্যের প্রতিবাদ ও পদত্যাগের দাবীতে অধ্যক্ষের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনেও দিনভর আন্দোলনের কর্মসুচী হিসেবে বিক্ষোভ,শ্লোগান,অবস্থান কর্মসূচী পালন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
বুধবার (২১ আগস্ট ২০২৪) সকাল ১০ টা বেলা ১২ টা পর্যন্ত আন্দোলনের পর কলেজের প্রশাসনিক কর্মকর্তার বরাবর শিক্ষার্থীরা এক লিখিত অভিযোগ দায়ের করেন এবং ২৪ ঘন্টার মধ্যে কলেজের অধ্যক্ষকে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দেন।
ওই অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমরা নশিপুর হাই স্কুল এন্ড কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ অত্র কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নিম্নে বর্ণিত অভিযোগের ভিত্তিতে ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে পদত্যাগ দাবী করছি। অন্যথায় আন্দোলনসহ অধ্যক্ষের কক্ষে তালা দিতে বাধ্য হবো।
অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাশ না হওয়া, প্রতিষ্ঠানের ইউনিফ্রর্মের প্রতি গুরুত্ব না দেয়া, প্রতিষ্ঠানেরআইডি কার্ড সর্বরাহ না করা।
দলীয় ক্ষমতা ব্যবহার করে ইচ্ছা মতো প্রতিষ্ঠানে আসা যাওয়া, আর্থিক অনিয়মসহ নিয়োগ বানিজ্য করা, বাজেট বহির্ভূত কর্মকান্ড পরিচালনা করা, প্রতিষ্ঠানের সম্পত্তির আয়-ব্যয়ের হিসাব প্রদর্শন না করা, শিক্ষকদের নিয়ে গ্রুপিং করা, ছাত্রীদের কমন রুমের ব্যবস্থা না করা, খেলা ধুলার কোন প্রকার সরাঞ্জাম না দেওয়া ইত্যাদি।
এসব অভিযোগে অধ্যক্ষকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়। অন্যথায় আরো বহৎ কর্মসূচী দিবে বলে জানায় শিক্ষার্থীরা।
মুঠোফোনে অধ্যক্ষ কলেজে ৭ দিন থেকে না আশার বিষয় জানতে চাইলে তিনি জানান, আমি গিয়েছিলাম হয়তো শিক্ষার্থীদের সঙ্গে আমার দেখা হয় নি। তাছাড়া মৌখিক ভাবে ভুপেশ চন্দ্র রায় কে দায়িত্ব দিয়ে এসেছি। শিক্ষার্থীদের দাবী বিষয়ে তিনি অবগত আছেন কি না জানতে চাইলে? আমি শুনেছি তারা কলেজে আন্দোলন করছে। তাদের দাবি গুলো কি কি আমি এখনো কাগজ পাই নি তাই বলতে পারছি না। আপনার সাথে পরে আরো কথা হবে বলে ফোন কেটে দেন।