
গাইবান্ধা প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দিয়ে
গত ১৮ জুলাই সকালে বগুড়া সাতমাথায় মিছিলে যোগ দেয় বগুড়া আর্মস পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষার্থী রিয়াদ (১৫)। এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হলে বন্ধুরা তাকে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। পরে অনেকে রিয়াদের বাবা মা কে ভয়ভীতি দেখালে সেখান থেকে তাকে নিয়ে এসে গোবিন্দগঞ্জ সেবা ক্লিনিকে ভর্তি করায়। চিকিৎসার টাকা বহন করতে না পেরে এখন সে বাসায় অবস্থান করছে।।
আহত রিয়াদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়া নিবাসী বাস শ্রমিক সাইদুর রহমানের ছেলে।
সাইদুর রহমান বলেন, তার ছেলের শরীরে এখনো অনেক বুলেট রয়েছে, অপসারণ করার সামথ্য নেই তাই বাস শ্রমিক সাইদুর তার ছেলের সুচিকিৎসার জন্য বিত্তশালী ও প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন।
সম্পাদক : মো. আতোয়ার রহমান
নিউজ কক্ষ: ০১৭২৪১৪১২৮২
ব্যক্তি /প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপন কক্ষ:০১৭৯৬১৩৪০১৪
First bangla news 2024