মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর শহরের মাতাসাগর লালুপাড়া সংলগ্ন পলকীয় প্রশিক্ষন কেন্দ্রে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে যুব তরুনদের দায়িত্ব ও করণীয় শীর্ষক শিশু শ্রম বন্ধে ও বাল্যবিবাহ প্রতিরোধে হান্ড্রেড হিরোজ সচলতা অভিযান-২০২৪ উপলক্ষে পিসিভি-পিএনএস প্রকল্প সংশ্লিষ্ট ১০০জন শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহনে বিভিন্ন সুপারিশমালা প্রদান ও বাল্যমুক্ত সমাজ গড়া এবং ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বন্ধে শপথ নিয়েছে।
হান্ড্রেড হিরোজ সচলতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) সুদীপ্ত রায়। পিসিভি-পিএনএস প্রজেক্টের চলমান কার্যক্রম তুলে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস। প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেন, সরকারি আইনের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব নয়। এর জন্য চাই সামাজিক আন্দোলন ও যুব-তরুনদের অংশগ্রহন। সেই সাথে দিনাজপুরে কতগুলো প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা নিয়োজিত রয়েছে তার তথ্য আমাদের বের করতে হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে জিও-এনজিও সকলকে একসাথে কাজ করতে হবে নিজ নিজ অবস্থান থেকে। হান্ড্রেড হিরোজ মানে ১০০জন যুব ও তরুনদের দায়িত্বের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত ও শিশুশ্রম মুক্ত সমাজ গড়ার যে শপথ গ্রহন করা হলো তা বাস্তবায়ন করতে হবে।